কলমে: সাঈদা তাসনিম
কত সহস্র কাল খুজিয়াছি তোমায়,
ক্লান্ত ভবঘুরের বেশে।
কত সহস্র কাল কাটিয়াছি তোমার প্রতীক্ষায়-
নির্ঘুম রাত্রিতে সরবে অশ্রুজলে!
গ্রীষ্ম, বর্ষা, শীত পার হইয়া গেল,
পার হইয়া গেল বহু বছর।
তবুও তোমার দেখা নাহি মিলিল,
মোর দিগান্তিক সবরে।
অনাকাঙ্খিত চিত্তে আসিয়াছ রোজ স্বপনে-
মোর বেদনাদায়ক আনন্দে;
অশ্রুকণা সঙ্গ হইয়াছে হৃদয়ও গহিনে,
তৃষ্ণাত আশা পুরিয়াছি অনলে।
অব্যক্ত কত কথা গাঁথিয়াছি প্রনয় সুরে,
প্রদীপ্ত কুঞ্জকাননে শরতের মেঘ তুলোর মাঝে!
অব্যক্ত আকাশসম মেঘমোল্লর অভিমানে,
পুরিয়াছি দাবানলে বিরহ সুরে!!