কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
হৃদয়ে বিষাদের পলি পড়ে
মানুষ মরে জ্বলে পুড়ে,
শব্দহীন ক্ষয়ে যায় জীবন
বোঝে একদিন সকলে, কেউ নয় আপন!
বিচ্ছেদের হুতাশনে তুষের অনলে জ্বলে
অন্যপক্ষ বহমান সুখ স্রোতে চলে!
কবিতার বাতায়ন ধরে অশ্রু ঝরায় কেউ
অপরপক্ষ ফেরারি, হাত বদল, কারো কষ্টে লাগে না ঢেউ!
কেউ ভালোবেসে ঢেলে দেয় অমৃত সুধা
কেউ মিথ্যা সত্যের অপলাপে বাড়ায় অভাগার ক্ষুধা!
একান্ত কাছে পেতে কেউ সর্ব শান্ত হয়ে ডানা ঝাপটায়!
নিভাজ লাবন্যে দূরে সরে কেউ চীনের প্রাচীর টপকায়!