কলমেঃ দেবিকা রানী হালদার।
তুমি ছিলে মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি জিয়া
স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেছিলে,
বেতারকেন্দ্র গিয়া!
বীরত্বের জন্য পেয়েছিলে বীর উত্তম খেতাব
যুদ্ধের ময়দানে ছিলো তোমার সীমাহীন প্রতাপ!
তাই তুমি হলে দু’টো সেক্টর অধিনায়ক —
তোমায় নিয়ে আজ-ও সুর তোলে পল্লীর কত গায়ক!
অস্থির যখন দেশ, তুমি হলে, অষ্টম রাষ্ট্রপতি
বোঝ নাই তুমি শত্রুদের মতি গতি!
যাকে সেনাপ্রধান বানালে নিজ হাতে
সে-ই তোমার হত্যার মাস্টার মাইন্ড, সেই বর্ষার রাতে!
কে শত্রু কে মিত্র করো নাই বিচার
সবার প্রতি ছিলো তোমার বিশ্বাস অপার,
তোমার অগাধ বিশ্বাসের সুযোগে খুলে দিলো দ্বার
তোমাকে অজানা হত্যার প্রহর —
তুমি আছো, থাকবে তোমার ভক্তদের মনে মিশে
তোমার নির্বাচন প্রতীক ধানের শীষে!