কলমেঃ আবু বকর সিদ্দিক
বৃষ্টি হলে পরিবেশটা
ঠান্ডা হয়ে যায়,
সে সময় ঘুম পারিলে
ঘুমটা ভালোই হয়।
বৃষ্টি পড়ার দারুণ মজা
পায়না তো সবাই,
ছাদের নিচে থেকে বৃষ্টির
শব্দ যে না পায়।
বৃষ্টির দিনে মজার কাজটি
মুড়ি মাঁখিয়ে খাওয়া,
তারই মাঝে পিয়াজ মরিচের
ঝালটা বেশি দেওয়া।
বৃষ্টি হলো খোদার দেওয়া
অপূর্ব নিয়ামত,
যার দ্বারা পৃথিবী জুড়ে
বয়ে যায় রহমত।