কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তোর সাথে দেখা না হলে
এত নষ্ট হতাম না!
সারাজীবন নরক জ্বালায়
জ্বলেপুড়ে মরতাম না!
অতর্কিত অপ্রতিরোধ্য আগ্রাসনে তুই
নির্লজ্জ হায়েনার মত খাবলে খালি দেহ!
দিশেহারা, উদ্ভ্রান্তকে অথই জলে ছুড়ে দিলি ফেলে
শুচিত দ্রাক্ষা রসের পেয়ালা অপবিত্র করলি জানলো না
কেহ!
আচম্বিত রোমান্হিত প্রমিকের মত প্রস্তাবে
নিয়ে গেলি তোর ঐশ্বর্যশালী বাবার বাগানবাড়িতে!
ধ্বসে গেলো দৃঢ়সন্ধ বিমূঢ় অহংকার আমার
বিষাদিত গোখরার ছোবল সারা রাত, বাকরুদ্ধ ফিরতে গাড়ীতে!
হৃদয় বিলাপে তোলপাড় মন, অনুভূত সেই ক্ষণ
যাওয়ার পথে অসিত কালো কর্কশ কাকটা, ঝাপটে ছিলো ডানা!
নিঝুম রাতে পুষ্পিত প্রেম, মিথ্যে প্রহসনে দেহ ভোগ
কোকিল ডেকেছিলো কু, অসিত কাকটাও হয়তো করেছিলো মানা!
একজন নারী নিশিদ্র অন্ধকারে নিজেকে নিরুপায় সপে
দেয়
আজ গর্ভে সন্তান নিয়ে জীবন রন্ধ্রে একাকিত্বের জ্বালা!
পুরুষ শক্তিধর বীর্যবান, সুনাম খ্যাতি সবই তার
পান্তার সানকিতে তার ঔরসজাত মেঝে খায়, পাশে মায় খরিদ্দারের গলায় মালা পরায়,
আজ ভুলে গেছি নিউটনের সব ছোট সূত্র টাও
মা-বাবার সন্মান বাঁচাতে পালাতে যেয়েও বিক্রি হলাম পতিতা পাড়ায়!
মা-বাবার ইচ্ছে ছিলো ক্যাডার সার্ভিসে সুনাম কিনবো
বেঈমানী যদি করবি হে ভালোবাসা, কেন মারলি না
গাড়ী চাপায়?