আমি বেশ আছি, জেলখানার কাছাকাছি
সকালে ঘুম থেকে ডেকে রুমে রুমে চা যাচি!
পতি ননদ শ্বাশুড়ি মা, আমি কারো কিছুনা,
কে আমি, ঘরের বধূ, আয়া রাধুনি, সেবা ছাড়া বাচি না!
সূর্য ওঠার আগে ঢুকি রান্নাঘর
হেঁশেল ঠেলা আপন হয়েছে, সব হয়েছে পর,
চার দেয়ালে বন্ধী আমি, ঠিকানা রসুইঘর
হাঁড়িপাতিল বাটনা কাঁটা কুটি, আপন হয়েছে, দায়িত্ব চেপেছে অপার!
হরেক রকম রান্না করে ভরি সবার মন
ভুলে গেছি সব জটিল সূত্র পড়েছিলাম 'রসায়ন'!
পোলাও বিরানি চিংড়ি পাকাতে লাগেনা রসায়ন
আজ আমি শুধু বধূ, পতি সেবা আর কাটি কদু, হয়না অশ্রু সংবরন!
আদা রসুন পেঁয়াজ কেটে চোখে ঝরে পানি
কাঁদি যখন বলে ননদ, জোর করে অশ্রু আনি!
গর্ব আমার আছে, আমি বিশ্বাস বাড়ির বউ
পাড়া-পড়শীর ইচ্ছে থাকলেও আসে না কোনও কেউ!
ম্যাথ পদার্থ বিদ্যা ভুলে গেছি, পতি সেবা নিয়েছি বেছে
বিশ্বাস বাড়ির বউ হয়েছি, গর্ব কম আমার কিসে?
একদিন যাকে বাসতাম ভালো, মনের দূঃখে সে প্রবাসী হলো
বাবার ইচ্ছায় সেচ্ছায় মরণ, শুধু দেহ খানা পড়ে রইলো!