রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

কবিতাঃ ভাড়াটিয়ার মেয়ে!

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

পাশের ফ্লাটের সেই মেয়েটা
নিত্য জানালা খুলি,
উঁকি দিয়ে বলতো কথা
আদর আদর বুলি !

জোছনা ঝরা চাঁদের আলো
পড়তো তার গায়,
ঝর্ণার জলে জলপরী
করছে স্নান, মাঘী পূর্ণিমায় !

মা ডাকতেন, কে কথা কয়
জানালার কাছে যেয়ে,
বলতাম মা পাশের বাসার
কেরানি চাচার মেয়ে !

মা বলতেন, ঘুমো গিয়ে
কাজ নাই ওদিকে যেয়ে,
মায়ের কথায় বিছানায় শুয়ে
এপাশ ওপাশ করি,
শব্দ পেতাম জানালা খুলে
ডাকছে আবার “পরী” !

বুকের ভিতর কালবৈশাখীর
উথাল-পাতাল হাওয়া,
মায়ের ভয়ে আর হতোনা
জানালার কাছে যাওয়া !

দিনরাত কাটে আমার
‘পরীর’ কথা ভেবে,
জানি না তার সাথে আবার
দেখা হবে কবে?

নিস্তব্ধ রাত সবাই ঘুমায়
কেউ নাই আসে পাশে,
মনে হলো ও ফ্লাটের
জানালায় কেউ কাশে!

আস্তে আস্তে পা টিপে
খুললাম জানালা,
অবাক বিস্ময় চেয়ে দেখি
শাড়ী পরে এক জননা !
চাঁদের কিরণ তার মুখে
ঠিকরাচ্ছে আলো,
মুখ খানি তার এত সুন্দর
চাঁদের চেয়ে ভালো !

করুণ সুরে বললো কেঁদে
কাল আমার বিয়া,
উড়াল দিয়ে যাবে চলে
তোমার প্রাণের ‘টিয়া’!

চাঁদের আলোয় দেখলাম চোখে
বিন্দু বিন্দু জল,
চাহনিতে বিষাদসিন্ধু
একটুও নাই ছল !

ডুকরে কেঁদে বললো চলো
আজ রাতে পালাই,
তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে
মোমবাতি জ্বালাই !

দৌড়ে পালায় গেলো ‘পরী’
আর এলো না ফিরে,
মোমের শিখা গেলো নিবে
হাহাকার অন্তরে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102