কলমেঃ ইমাদ উদ্দিন
ইচ্ছে করে,
শীতের সকালে গোসল সেরে
বেলকনিতে বসে তোমার সাথে আড্ডা দেই।
তোমার পান করা অবশিষ্ট কফিতে
যথাস্থানে ঔষ্ঠদ্বয় রেখে চুমুক দেই।
কিন্তু হায়! তা কি আদৌ সম্ভব
কারণ, তুমি দূরে, বহুদূরে, পরপারে।
ইচ্ছে করে,
রান্না ঘরে, কাজের ফাঁকে
তোমার ঘর্মাক্ত নাসিকায় শাহাদাত, বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দেই
পরক্ষণেই মনে হয়
তুমি দূরে, বহু দূরে, পরপারে
ইচ্ছে করে
প্রতিদিনের ন্যায় ফজর পরে তোমাকে সাথে নিয়ে
হাতে হাত রেখে শিশির ভেজা দূর্বাঘাসের উপর দিয়ে হাটি
অতপর মনে হয় এটা আমার ভ্রম
তুমি নেই
তুমি দূরে, বহু দূরে, পরপারে।
ইচ্ছে করে
তোমার নগ্ন পায়ে নুপুরটা পরিয়ে দেই
নুপুরের ঐ ঝনঝন শব্দটা আমার কাছে গ্রীষ্মকালের বিকালবেলায় ক্লান্ত হয়ে গাছের গোড়ায় বসে বাশি বাজানো রাখালের বাশির স্বরের চেয়ে ও শ্রুতিমধুর মনে হয়।
অতপর মনে হয় এটা অলীক কল্পনা
তুমি নেই
তুমি দূরে, বহুদূরে, পরপারে।