সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

কবিতাঃ ভালবাসা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৫১ Time View

কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
**************************************

তোমার হাসি হলো আলো,
চোখে অচেনা এক ভালো।
হৃদয়ে বাজে প্রেমের সুর,
দূর থেকে যেন তুমিই হুর।

সন্ধ্যার আকাশে তারার নূর ,
তোমার কন্ঠে মধুর সুর।
তুমিই আমার চাওয়া, তুমিই আমার আশা,
তুমি ছাড়া কিছু নেই, তুমিই আমার ভালবাসা ।

বাঁধনগুলো শুধু তোমার,
মনে বয়ে যায় অনাবিল
আনন্দ আমার ।
হয়তো সব কিছু হারাতে পারি,
তবে তুমিই থাকো,
আমি ও শুধুই তোমারি।

যত দূরে থাকো, তবুও কাছে,
প্রেমে সারা জীবন থেকো
আমার পাশে।
এভাবেই তো ভালোবাসা গড়ে,
তুমি আমি, দুটি হৃদয়ের জুড়ে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102