কবি কামাল মাহমুদ জয়
===============
ভালবাসে চাওনি আমায়,
তবুও কেন চোখে চোখ রাখলে
মেঘ জমে, থমকে যায় ভাষা,
মনে হয় যেন কোথাও কিছু হারায়।
হয়তো ভালবাসোনি,
তবু স্পর্শে লেগে থাকে
অতীতের কেমন এক মায়াবী ছোঁয়া,
যেন ভুলে যাওয়ার উপকথা।
তোমার চাহনিতে কখনো,
অভিমানের ছায়া পড়লে,
বুঝি সেই নীরব ব্যথার গল্প—
যা বয়ে চলেছ তুমি নিঃশব্দে।
ভালবাসোনি হয়তো আমায়,
তবুও মনে হয় কখনো,
অচেনা বৃষ্টিতে ভিজে গেছি আমরা,
তুমি আর আমি, আলগোছে একসাথে।