কলমেঃ সাহেলা সার্মিন
ভালোবাসায় আজ মেলেনা ভালো কিছু
সত্যি বড়ই আজব
শুধু মন্দেরই উপদ্রব।
তরতর করে বেড়ে ওঠে, যেমন
বেড়েছে এর প্রসার যেনো হাইব্রিড
আবার নিভে যায় মূহুর্তে এর স্পীড!
বহুরূপী এর উৎস
শাখা প্রশাখাও যেখানে সেখানে
সহজেই হয় এর চাষ মনের জমিনে।
ফেসবুকে বাজছে সুরে সুরে
ভালোবাসি ভালোবাসি এর ঐকতান
মন ভোলানো কথায় হৃদয়ে পড়েছে টান।
মেলা থেকে কেনার মতো
এ যেনো শব্দের এক খেলা
একটা শব্দের বিরোধিতা হলেই ছিড়ে ফেলা।
দৃষ্টিতে খোঁজে শুধু ঝলসানো রূপ
এর নেই সেই আগের সম্মান
কাউন্টিং শুরু হয় লাবণ্যে ধরলে ঝং।
এটার চেয়ে ঐটা ভালো
খোলা মন আর হাসি খুশি দেখতে সুন্দর
দুদিন পরেই সে হয়ে যায় বান্দর।
মেসেঞ্জারে হলো কতো কিছুর লেনলেন
কতোদিন ধরে চললো টকিং
ফাঁসাতে না পারলেও হয়ে রইলো হ্যাংগিং।
ভালোবাসার আসন আজ আকাশচুম্বী
এভাবেই টপকে টপকে
এক জনের মন নিয়ে দিচ্ছে আরেক জনকে।
লাফিয়ে লাফিয়ে উঠছে ভালোবাসা
সারে শষ্য যেমন বাড়ে
ভালোবাসা বিক্রি হচ্ছে চাকচিক্যের ভিরে।
দুটি মনের একান্ত ভাব বিনিময়
ভালোবাসা অতি পবিত্র
একে নষ্ট করছে কিছু ধূর্ত।
ভালোবাসার মর্যাদা করোনা ভূলুণ্ঠিত
সাবধান থাকো ধূর্তবাজদের থেকে
শিক্ষা নাও অতীত ইতিহাস দেখে।
*************************