কলমেঃ রওশন রোজী
সময়ের বিবর্তনে সময় চলে যায়
মনের আর্বিভাবে মন যায় হারিয়ে
নিরব আঁধারে নিঃশব্দ হাসিতে
কষ্টের শব্দ গুলো ঘুরে বেড়ায়।
কোন এক অন্ধকার কুঠিরে
মানবতার দোহাই দিয়ে চলে যায়
দিন রাত হাসি কান্নার খেলা
ভালোবাসার রঙিন ছোঁয়ায়।
হারিয়ে খুঁজে হৃদয় ভাঙ্গা জোয়ার ভাটার মেলা
কেউ হেরে যায়, কেউ জিতে
কেউ ভাসে চোখের জলে
শান্তির আবেগে ভাসিয়ে দেয় নিজেকে।
মেঘের ভেলায়
সুখ দুঃখের স্মৃতি নিয়ে
ভালোবাসার গহীনে লুক্কায়িত
বিষাদে ছেয়ে যায়।
কালো মেঘের মনের উঠোনে
বাঁধা পড়ে যায় এ পারে ওপারে।
কুঞ্জ ছায়ায় কুঞ্জ বনে
মন পড়ে রয়
পাবে কি ভালোবাসার আবিরে।