কলমেঃ সাদিয়া আক্তার দীঘি।
বেঞ্চে বসে কুয়াশা আচ্ছাদিত ধবল গিরি
তাকিয়ে আছে এক প্রেমিক দেখে না অন্যদিকে ফিরি!
মনে তার ফেলে যাওয়া প্রেমিকের ঢেউ
আজ আর সে প্রাক্তন তাকায় নাতো কেউ!
যে চলে যায় অন্যের হাত ধরে
কে তাকে ফিরাতে পারে আগের ঘরে?
নারী-পুরুষ যে জুটি ভেঙে একবার যায়
তাকে ফিরাতে চাওয়াটাই অন্যায়!
বিধাতার যোগবিয়োগে আছে বড় ভুল
এক তরফা ভালবাসা ভেবে ভেবে পাওয়া যায়না কোন কূল!
একজন কুয়াশা ঘেরা পাহাড় দেখে
অন্য জন স্বামী সন্তান সংসারে সুখে মাখে!
হৃদয় কারো ক্ষতবিক্ষত হয় তাকে ভেবে
অন্য জন সুখের বন্যায় ভাসে স্বামী সেবে!
এ কেমন রীতি, শূন্য ফলাফল সম প্রীতি
যায় না ভোলা সে জীবনের সহস্র স্মৃতি।
যাকে চাই তাকে পাই না বুকের মাঝে
যাকে চাই সে আনন্দিত অন্যের বুকে সকাল সাঝে
কারো কাটে বারো মাস নিঃসঙ্গ জীবন
ফাঁকা শূন্য অন্ধকার চারিদিক কেউ নাই আপন!
অনিদ্রা অনাহুত অশ্রুতে ভেজে বালিশ
নাই কোন আদালত বিচার শালিস!
নিঃসঙ্গ একাকিত্ব অনাদর অবহেলা ডিপ্রেশন
হার্ট রোগ, নেয় বিছানা হয়তো অপারেন!
এমনি ভালোবাসার পরিণতি খেসারত
তবুও সেই ভালোবাসায় আমরা গড়ি ইমারত!