কলমেঃ এম এ লতিফ
ভালোবাসার ঐ ফুলে
দলে দলে ছুটেছে অলি,
ভ্রমরের গুঞ্জনে ছেয়ে গেছে ফুলোবন
কে নিবি তুই কিশোরী আয়না বলি,
দক্ষিণ হাওয়ায় স্পর্শ সুখে ভুলে মন
আয়না কাছে দুজন মিলে একসাথে চলি,
ফুল ফুটা ফাগুনে মনে লয় এ মনে
দুজন মিলে গেয়ে যাই ভালোবাসার গানগুলি!
নি:শব্দে আনাগোনা মন হয় আনমনা
মন চায় ভালোবাসি তোকে বলি,
নইতো আমি ফুলের কলি
নইতো আমি আনারকলি,
দলে দলে ছুটে চলে ডানা মেলে
ঐ বনে ঐ যে অলি।
ভালোবাসার ঐ ফুলে
সুবাস ছড়ায় আকাশ নীলে,
মনটা আমার হাওয়ায় দুলে
স্পর্শ সুখে দক্ষিণ হাওয়া
কে যেন গো ডাকে মোরে
কানে কানে যায় বলে,
চেয়ে দেখো ছুটছে অলি
মনটা তাই যায় ভুলে!