কলমেঃ রওশন রোজী
কিছু স্বপ্ন নিয়েই ভালোবাসার
আশার হাটে মানুষের বাস।
স্বপ্ন কাছে টানে ভালোবাসাকে সাজায় যতনে
মায়ায় বাঁধে জীবন যৌবন।
দূরত্বটা কতটা হবে কখনো
রাখে না মনে।
অনুভবে অনুভূতিতে হৃদয়ে আসে না
কালো মেঘের ছায়া।
যৌবনের মহাসঙ্গীতের দ্বার উন্মোচিত করে ধীরে ধীরে
আত্ম অহামিকা তাকে নিয়ে যায় দূর থেকে বহুদূরে ।
পাল তুলে দেয় ভালোবাসার নৌকায়
তার গন্তব্য হীন এক অপূর্ব লীলায় ভেসে যায়
ভালোবাসার রঙ্গের খেলায়।
কখনো আত্মতৃপ্তিতে যৌবনের গান গায়,।
কখনো বিষাদে ভরে যায় মন
তবুও মনে মনে রংগের ঘুড়ি উড়ায়
ভালোবাসার রঙ্গের ফোয়ারায় আঁকে
নিজের ছবি।
ভালোবাসার নিবিড় ছায়ায় আশ্রয় খুঁজে
গন্তব্যের চিন্তা নাহি রাখে মনে।
--------------