কলমেঃ রওশন রোজী
তুমি আসবে আমার গহীন বনে
দু,জনে বেড়াবো মোরা হাতটি ধরে
বলবো কত কথা সংগোপনে মনের আবেগে
দেখবে আমায় আপন রঙে রাঙিয়ে।
আকাশে বাতাসে ছড়িয়ে দিব
ভালোবাসার রং ছিটিয়ে
পাখিদের সাথে বলবো কথা
শুনবো কত গান রঙবেরঙের।
নাচের ভঙ্গিতে আপন ছন্দে
হারিয়ে যাবো হৃদয়ের বিষাদকে ভুলে
দেখবে তুমি মনের আয়না তে
অবুঝ মনে অবুঝ চাওয়ায়।
বলবে কত কথা মান ভাঙ্গাতে
হাসিতে হাসিতে ভরে উঠবে আমার
অভিমান ভাঙ্গার সুর।
তুমি তখন আলতো করে হাতটি ধরে
নিয়ে যাবে ওই বনো হাসের কাছে
মন ময়ূরীর নাচের আবেগে ভেসে যাবো
দুজনে ভালোবাসার অন্তগহীনে।
নিবিড় ছায়ায় ভালোবাসার বন্ধনে
আলগে রাখবে তোমার বাহুডোরে
ছিন্ন হবে না মনের সূতায় বাঁধবে
নিয়ে যাবে ওই হৃদয়ের গহীনে।