কলমেঃ রওশন রোজী
মাঝে মাঝে তোমার পাগলামি টা ভাবায়
জানি না কেন এই পাগলামি
তোমাকে বুঝতে যেয়েও পারি না
সীমাহীন কষ্ট ঢেকে রাখো
চেষ্টা করি আলোতে বের করতে পারিনা
মনে হয় কি যেন দুঃখ আছে তোমার বুকে
যা তুমি হৃদয় মাঝে রাখো পুশে
যা ভাঙ্গার সাধ্যি আমার নেই।
শুধু অন্তদহনে চলে দিবা রাত্রি
কেনই বা এই পৃথিবী ছেড়ে চলে
যাওয়ার নিষ্ফল নিরানন্দ হয়ে
সুন্দর জীবন ফেলে হারিয়ে যেতে চাও।
নিজেকে রাখো আড়াল করে
হিমাদ্রি যাবে তুমি আমার সাথে
ওই দূর পাহাড়ের বনে
হারিয়ে যাবো দু,জনে মিলে।
লুকালয় থেকে বহু দূরে
একান্ত আপন করে
যাবে যাবে তুমি আমার সাথে?
তোমার পাগলামি টা ছেড়ে
আসবেআলোয় ফিরে।