কবি কামাল মাহমুদ বলেন
================
ভালোবাসার রং নাকি লাল, শুনি বারবার,
কিন্তু কেন দেখি মানুষ এত শঙ্কিত-ভারভার?
লাল গোঁফ, লাল চুল, লাল জামা পরা লোক,
ভালোবেসে শেষে ফাঁসে, করো না এ ভ্রান্তি শোক!
লাল রঙের কপালে টিপ, প্রেমিকা দিলো যতনে,
পাঁচ দিন পর শুনি গল্প, ব্রেকআপ হয়েছে তড়পনে।
লাল গোলাপে মোড়া পত্র, দিলাম যাকে সোহাগে,
সে নাকি সেগুলো ফেলে দিয়েছে জঞ্জালের ভাগে!
ভালোবাসার রং মিছে, এটা হল সত্যি,
যার জন্য দাও প্রাণ, সে খায় অন্য কারো মিঠাই পিঠি।
তাই বলি ভাই, প্রেমের খেলায় বেঁধো না মন,
লাল রঙের বদলে চলো, নীল পরি বেছে জীবন!
তুমি কি ভাবছো প্রেম কেবল, দেয় সুখের আলোক?
না রে ভাই, শেষে কাঁদাবে—রঙটা এবার করো শোক!