কলমেঃ কামরুন নেসা লাভলী
ভালোবাসি বলেই তো ----
চোখ মেলে আকাশ দেখি
তাঁরার সাথে কথা কই
মেঘ পরীদের সাথে হাসি
হাওয়ার সাথে দুলে উঠি
কাশ বনের নরম পরশে
নিজেকে বিছিয়ে দেই
ভালোবাসি বলেই তো ----
প্রজাপ্রতির পাখায় ভর করে
উড়ে যাই দিগন্তের পথে
সীমানার আহ্বান খুঁজে ঠিকানা
নদীর কলতানে ঢেউ তরঙ্গের
বুকে হারাই নিজেকে
ভালোবাসি বলেই তো ----
ছুঁয়ে দেই উষ্ণতার আলো
জালিয়ে দেই প্রিদিম
পাখির গানে জাগাই ভোর
শিশির ফোঁটা পদ্ম জলে
ভিজিয়ে দেই মন
খুলে দেই আঙ্গিনার
সব টুকু দোর ।।