কলমেঃ দেবিকা রানী হালদার।
আমার কবিতা ভালোবাসো কবিকে নয়
কবিকে ভালোবেসে জীবন করো না ক্ষয়,
কবি বায়বীয় যায় না তাকে ধরা,
তার বিচরণ গন্ডিতে নয় সারা ব্রম্মান্ড ধরা!
কবি-র কিরণে আলোকিত হও
মার্তণ্ডের কাছে কভু নাহি যাও,
সূর্যের অতি নিকটে কভু যেও না
নিজেকে ভস্মীভূত করো না !
পতঙ্গ পুড়তে যায় অগ্নিশিখার কাছে
ভাবে না কভু সে কি হবে পিছে!
তুমি হইও না পতঙ্গ,
জ্বালিওনা নিজের হৃদয় অঙ্গ!
চাঁদ সূর্য তারা দূর থেকে ভালো
কবির জীবন ইতিহাস হয়তো অনেক কালো,
দূর থেকে ভালোবাসো তার ছন্দ গুচ্ছ
কবির জীবন এধরায় অতি নগণ্য, তুচ্ছ!
আমি কবি গাই প্রেম প্রীতি বিরহীর গান
হয়তো আমার জীবন গাঁথা, নাই কবির প্রান!
কাছে ঘেষ না, ভালো বেসো না
ছন্দের স্রোতে কভু ভেসো না!
যে কবিকে তুমি কল্পনায় ভাবো নিজ প্রেমিক
সে হয়তো-বা বিরহে পুড়ে কয়লা খনির শ্রমিক,
তোমার কল্পনার সাথে নাই তার মিল
সে দুঃখ-কষ্ট সয়ে শেষ করেছে জীবন তিল তিল !