কলমেঃ জান্নাতুল মেহ্জাবিন স্নেহা
ফেব্রুয়ারির ২১ তারিখ উত্তাল রাজপথ,
মিছিলে মিছিলে ছাত্র জনতার মুষ্টিবদ্ধ হাত।
একটাই দাবি রাষ্ট্রভাষা বাংলাই হতে হবে,
যত যাই হোক তারা তাদের অধিকার বুঝে নেবে।
প্রশাসন চাই আইনের বলে রুখে দেবে জনতা,
নামায় পথে আর্মি পুলিশ দেখাতে ক্ষমতা।
রাষ্ট্রভাষা বাংলা চাই কন্ঠের স্লোগান,
রাজপথে নামে বাংলা মায়ের শত শত সন্তান।
রক্ত গঙ্গা বইয়ে ওরা কাড়তে মুখের বুলি,
নির্বিচারে মিছিলে সেদিন পুলিশ চালায় গুলি।
রফিক বরকত আরো কত কত তাজা প্রাণ যায় ঝরে,
তবুও ওরা পারেনি নিতে বাংলা ভাষা কেড়ে।
জানতো না ওরা বীর বাঙালি মানে না কভু হার,
শত প্রাণ দেব মোরা তবুও বুঝে নেব মোদের অধিকার।