আকিকুর রহমান তালুকদার
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা মায়ের ভালোবাসা
মিটাই মনের সকল আশা।
শহীদ ভায়ের রক্তে ভেজা
আমার দেশের সোনার মাটি,
মুখের ভাষা কেড়ে নিতে
পাকিস্তানি করে ঘাঁটি।
ক্ষেপে গিয়ে বাঙালি সব
শক্ত হাতে অস্ত্র ধরে।
ওদের ঘাঁটি গুঁড়িয়ে দিতে
বাংলাদেশে রক্ত ঝরে।
ভাষার দাবি দেশের দাবি
জুড়ালো হয় দেশের দাবি,
রক্ত দিয়ে যুদ্ধ করে
হাতে তুলে দেশের চাবি।
পাকিস্তানি প্রেতাত্মা সব
যুদ্ধ হেরে পালায় শেষে,
লাল সবুজের নিশান উড়ে
অবশেষে বাংলাদেশে।