একটি ভাগাড়
আছে সেখানে নোংরা আর পরিত্যাক্ত খাবার,
ভিড় করে কিছু অনাহারী কুকুর আর
ভুখা নিরন্ন মানুষ,হ্যাঁ তারা মানুষ!
আমরা যাদের থু থু ফেলে দূরে রাখি ঠেলে
সৃষ্টিকর্তা তাদের নেন কোলে তুলে।
রোদ বৃষ্টি শীত আর খরায়
তাদের ধরে না কোনো জ্বরায়।
ডায়াবেটিস প্রেসার আর ক্যান্সার
তাদের ধারে কাছে আসে না কোনো ফ্র্যাকচার।
তারা করে যেকোনো কাজ যখন যেটা পায়
দু’পয়সায় যা মেলে সামান্য কিছু খায়।
এরা হাত পাতে বিত্তবানের কাছে
দূরদূর করে দেয় তাড়িয়ে ময়লা লাগে পিছে।
যাবে কোথায়, খুঁজে বেড়ায় ভাগাড়
কুকুর আর কাকের সাথে কাড়াকাড়িতে জড়ায়।
অপচয় কারীর ফেলে দেয়া উচ্ছিষ্ট
তারা খুঁজে বেড়ায় হয়ে নিবিষ্ট।
অথচ বিত্তবানের সম্পদের হক হাসে
এদের পাওয়ার কথা অনায়াসে।
পবিত্র কোরান মতে এদেরকে ভাগ করে দিলে
ভাগাড় নয় গৃহেই এদের খাবার মেলে।
হবেনা অপচয় সৌহার্দ আর মানবতায় ভরবে
দুনিয়াতে শান্তি পরকালেও জান্নাত মিলবে।