মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

কবিতাঃ ভুলিনি!

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমি বাঙালি, মাছে ভাতে পা থেকে আপাদ মস্তক
সারা বিশ্বের এত বড় স্থলে একচিলতে জমি, মার্চ ‘৭১ এ আব্রু লুটেছিল পাক ধর্ষক!
বকের শ্বেতশুভ্র সজ্জিত সিক্ত পালক যেন বঙোপসাগর পলি বিধৌত উর্বর ভূমি
আসছে ২৬ শে মার্চ ইপিআর ওয়ারলেসে ঘোষিত হয়েছিলো আজ থেকে স্বাধীন এই জমি!

কোটি বাঙালি মায়ের ধ্রুব হাসি, শিশির শোভিত ঘাস ফুল
ষড়ঋতু র এ-ই দেশে কদম কেয়া কামিনী বকুল লক্ষ ফুলে ভুলিনি বাংলার কাশফুল!
রংতুলির আঁচড়ে একযুগ জেলে থেকে, এঁকেছিলে বাংলার স্বাধীনতা
সে জাতি কি নতুন করে মায়ের অকৃত্রিম নকশিকাঁথার বুনন ভুলে মানতে পারে কারো অধীনতা?

আজ-ও বাঙালির মানসপটে আঁকা আছে ‘২৬ শে মার্চ পহেলা প্রহর মুজিবের স্বাধীনতার ঘোষণা,
—- your fight must go on untill the last soldier of the Pakistan occupation Army is expelled from the soil of Bangladesh and final victory is achieved !
আজ-ও মার্চ ২০২৫, মুজিবের সে নির্দেশ বহাল আছে প্রতি বাঙালির তরে
স্বাধীনতা রক্ষা করবে বাঙালি প্রয়োজনে আবারও তিরিশ লক্ষ মরে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102