মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
==================
ভোর হয়েছে সূর্য উঠেছে,
পাখিরা উড়ে যায়।
মা বানায় ভাপা পিঠা,
খোকাখুকুরা খায়।
শীতের দিনে ভোর বেলাতে,
গরম পিঠা খেতে।
ছেলে বুড়ো সবাই মিলে,
গল্পে থাকে মেতে।
ভোর হয়েছে সূর্য উঠেছে,
শিশির ভেজা ঘাসে।
সূর্যের আলোতে শিশিরগুলো
মুক্তো দানা হাসে।
ভোর হয়েছে সূর্য উঠেছে,
পায়রাগুলো বাক-বাকুম ডাকে।
কৃষক কৃষাণী সারাদিন মান,
নানা কাজে ব্যস্ত থাকে।
ভোর হয়েছে ঙিনারে উঠে,
মুয়াজ্জিন আযান ফুকায়।
উঠান কোনায় রোদ এসেছে,
মা, হেমন্তের ধান শুকায়।