কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আজ নাকি ভালোবাসা দিবস
ভালবাসা তো দু’জনের আজীবনের একসাথে বসবাস!
একদিনের গন্ডিতে যায় কি ভালবাসা বাঁধা
একদিনে যায় কি সারাজীবনের তানপুরার সুর সাধা?
তোমায় খুঁজে বের করতে লেগেছে বহুতদিন
একদিনের ভালোবাসা দিবসে, শোধরে কি সে ঋণ?
সারাজীবনের প্রতিদিন তোমায় করতে চাই আমি জয়
কোন বিশেষ দিন, মাস ক্ষণ, ভালবাসার গন্ডি নয়!
তোমার চোখের উন্মত্ততা উপভোগ্য, সারা জীবন ভর
তোমার প্রেমের উষ্ণতা নিক্ষিপ্ত লোচনের তীর!
বয়সের ছাপ, চুলের পাক ভালবাসা কমে না কভু
একদিনে প্রপোজ ডে, ভালবাসা দিবস মানিনা আমি তবু
গোলাপ হয়ে সুভাস ছড়াবো সারাজীবন তোমার হয়ে
তোমার আমার প্রতিদিন ‘ভ্যালেনটাইন ডে’, এদিন আসে না কয়ে!
আজাীবন সাথে থাকবে তুমি, হয়ে সুখের সাথী
তুমি ছাড়া বৃত্তচ্যূত গোলাপ, কাটে না কোন রাতি!
ঘুরি পার্কে কোন বিশেষ দিন, সেদিন হয়েছে বাসি
তার চেয়ে ভালো প্রতিদিন খুনসুটি নিজ বসবাস ঘরে বসি!
রোজ দিন রাতে কত প্রপোজ করি ভালবাসায় প্রসারিত বাহু
ব্যর্থ হলে হৃদয়ে ক্ষরণ স্রোত বহে যায় লহু!