কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
তোর চশমা চোখের দৃষ্টিখানি
আমায় কাছে টানে,
তোর চিরল দাঁতের মধুর হাসি
পুলক জাগায় প্রানে।
তোর হাসিতে সূর্য ওঠে
আমার ভালো লাগে,
তোর হাসিতে জ্যোৎস্না ভাসে
মনে সোহাগ জাগে।
তোর হাসিতে মুক্তো ঝরে,
চোখে কাজল ছাপ,
রেশমি চুলের খোঁপায় পরে
প্রেমের লাল গোলাপ।
তোর হাসিতে বিষের বাঁশি
সর্বনাশের রঙ,
তোর হাসিতে আবেগ মাখা
সোহাগ অনুক্ষণ।
তোর হাসিতে আলো ফোটে
আঁধার করে দূর,
গাঙ পেরিয়ে মন উড়ে যায়
অথৈ সমুদ্দুর।
তোর হাসিতে হিরের ঝলক
ছড়ায় হাজার নূর,
কি অপরূপ রূপের বাহার,
জান্নাতি সেই হুর।
তোর সৃষ্টি ছাড়া মিষ্টি হাসি
কার না লাগে ভালো,
আলোয় আলোয় ঘুচিয়ে দেয়
আমার সকল কালো।
তোর হাসিতে হাসে সবাই
হাসে এ ভুবন,
এই হাসিটাই যা হেসে তুই
সারাটা জীবন।