কলমেঃ রওশন রোজী
তোমাকে নিয়ে ভাবনায়
পড়ে যাই যখন তখন
মনের গ্রন্থাগারে,কুঞ্জবনে
সকাল দুপুর সাজের বেলা
উদাস মনে তাকিয়ে থাকা।
আসবে তুমি ভালোবাসার
ময়ূরপঙ্খীর নাও টি নিয়ে
সাজাবে গোলাপ,বকুল গাঁদা দিয়ে
চারিদিকে সুবাস ছড়িয়ে।
হঠাৎ ঘুম ভেঙ্গে হারিয়ে ফেলি
গহীন কোন নীপবনে
স্বপ্ন ঘোরে।
ভাবনাগুলো হয় এলোমেলো
না পাওয়ার বেদনাতে।
তবু ও স্পৃহা জাগে
আসবে এক চিলতে নিবাসে
শত বাধা অতিক্রম করে।
সারাদিনের ক্লান্ত মনে
আশার প্রতিক্ষায় কাটে
সূর্য্য ডুবার অনুক্ষণে।
মনে মৃদুমন্দ সমীরণ
দোলে সুরের মূর্ছনায়
শিহরিত হয়
আনন্দে বিমোহিত হয়ে নেচে উঠে।