কলমেঃ মোঃ মিলন হক
=================
মনের উৎপত্তি স্থলে তোমাকে নিয়ে, প্রশ্ন জাগে।
তুমি কি আমার প্রেমিকা ছিলে?
না। তুমি জীবন চক্রের নাট্যমঞ্চের মঞ্চায়িত
অভিনেত্রী ছিলে!
তুমি কস্মিনকালে আমার প্রেমিকা ছিলে না।
তুমি ছিলে মায়া! তোমার নেশায় বিভোর হওয়ার সঙ্গে সঙ্গে, অদৃশ্য দূরালোকে হারিয়ে গেলে।
মনে প্রশ্ন জাগে, আমি কি এতো দিন?
তোমার মায়ার অভিনয়ে বিভোর ছিলাম।
তোমার রূপের মোহে আবদ্ধ ছিলাম!
আমার পক্ষী রাজের মতো মন-
মোহে আবদ্ধ ছিলো!
মনে প্রশ্ন জাগে,তোমার মায়ার অভিনয়ে,
তোমাকে নিয়ে ,খামখেয়ালীহীন স্বপ্ন দেখতাম!
তোমার অভিনয় ছিলো ভীষণ দারুণ।