কলমেঃ সাহেলা সার্মিন
যথায় তথায় মেলে অত্যাধুনিকতার ছোঁয়া
যেনো মোড়ে টং ঘরে চায়ের কাপে ধোঁয়া।
বিশ্বকে পিছে ফেলে যাবে কে কার আগে
ট্যানারী বজ্র পদতলে ফেলে চলে ডিজিটালে।
পাল্লা দিয়ে হচ্ছে উঁচু উঁচু অট্রালিকা
ভাবে তারা কখনো হবেনা এর যবনিকা।
মসজিদ মন্দির তাও হচ্ছে পাল্লা দিয়ে
অধিক বিনিয়োগ করছে কোনো দিকে না তাকিয়ে।
মানবিক মূল্যবোধের দিচ্ছে কবর
এদিকে কারো নেই কোনো খবর!
হচ্ছে ইবাদত বাড়ছে মুসল্লী
মাথায় টুপি গায়ে আলখাল্লি।
বিশুদ্ধ মনের হচ্ছে কী রোপন
মনটা তো আজও বেজায় দূষণ!
শ্বেতপাথরে মসজিদ, মন্দির তামার ঢালাই
আল্লাহ শুধুই আমিরের বাকি সব বালাই?
আধুনিকতার দোহাই দিয়ে হচ্ছে সব মডেল
সব বিষয়ে কতো চর্চা, চর্চা নেই দিলের!
মসজিদে দান করে সওয়ার কিনে
যাচ্ছে হজ্জে মা- বাবা বিনে।
বিবি বাচ্চা নিয়ে করে উদর পূর্তি
থিয়েটার মঞ্চেও করে কতো ফুর্তি।
রুগ্ন মা-বাবা ভাই -বোন অর্ধাহারে
আল্লাহ বেজায় খুশি সেজদা দিলে শ্বেতপাথরে?
লম্বা দাড়ি মাথায় রুমাল ব্যবসায়ী হাজি
ওজনে কম হলেও কেউ বলবে না পাজি!
হাওয়ায় ভেসে চলছে আবেসে যে যার মতো
মানুষ হারাচ্ছে মানবতা আর মনুষ্যত্ব!
ধর্মিকের সিলমোহর পথে-ঘাটে নন্দনে
তার চেয়েও বেশি ভরে গেছে মন দূষণে!