কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
মায়ের মত,
আপন কেহ নাই;
এ দুনিয়ার মাঝে।
মাতা পিতার মিলনে,
এসেছি জঠরে;
তারপর যথা নিয়মে ভূমিষ্ঠ।
কত জ্বালা-যন্ত্রণা,
সহ্য করে পালন করেছে;
ভুলি কেমন করে?
ছোট্ট শিশুকালে,
কে ছিল মোদের পাশে?
মায়ের কোলে ছাড়া আর কি?
আদর- সোহাগে,
ছিলাম দাদা দিদির কোলে?
সে কথা কি ভুলিয়ে গেলে চলে?
পিতার স্নেহ ভালোবাসা পেয়ে,
শশীকলার মত বড় হয়েছি;
সে কথা কি ভুলিয়ে যাওয়া যায়?
সে মাতাপিতা,
মহান এ জগতের মাঝে;
তাঁদেরকে ভুলে গেলে হয়?
তাঁদেরকে ভক্তি জানাই,
শ্রদ্ধা করি;
ঐ রাতুল চরণে।