সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

কবিতাঃ মাতাপিতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১ Time View

কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।

মায়ের মত,
আপন কেহ নাই;
এ দুনিয়ার মাঝে।

মাতা পিতার মিলনে,
এসেছি জঠরে;
তারপর যথা নিয়মে ভূমিষ্ঠ।

কত জ্বালা-যন্ত্রণা,
সহ্য করে পালন করেছে;
ভুলি কেমন করে?

ছোট্ট শিশুকালে,
কে ছিল মোদের পাশে?
মায়ের কোলে ছাড়া আর কি?

আদর- সোহাগে,
ছিলাম দাদা দিদির কোলে?
সে কথা কি ভুলিয়ে গেলে চলে?

পিতার স্নেহ ভালোবাসা পেয়ে,
শশীকলার মত বড় হয়েছি;
সে কথা কি ভুলিয়ে যাওয়া যায়?

সে মাতাপিতা,
মহান এ জগতের মাঝে;
তাঁদেরকে ভুলে গেলে হয়?

তাঁদেরকে ভক্তি জানাই,
শ্রদ্ধা করি;
ঐ রাতুল চরণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102