কবিঃ আর. এম. কারিমুল্লাহ
হরিশচন্দ্র পুরে জন্ম নিয়ে
গর্ব করি আমরা,
দুই পাশে তে বন জঙ্গল
হয়ে আছে বি জোড়া।
উত্তর পাশের ঠান্ডা বাতাস
লাগে আমাদের গায়ে,
সন্ধ্যা বেলায় দূর্বা ঘাসে
হাটি নরম পায়ে।
এমন সুন্দর নেয়তো আর
অন্য কোনো দেশে,
যেখানেই যায় আমি
গর্ব করি হেসে
কোদাল নিয়ে যায় আমরা
মস্ত কৃষক বলে
এমনি করে দিন যায় মোদের
এমনি করে পেট চলে
হরিশচন্দ্র পুর থানার কথা বলি
আমরা আছি সুখে
আমাদের মতো ভাত
কোন জাতির যুটে?
আমরা বাঙালি- বারোমাস
থাকি এক সাথে
আমরা ইতিহাস গড়ি
কাগজ – কলম আর হাতে।