কলমেঃ রওশন রোজী
==============
মাদক মানে না কে আপন কে পর
মানে না কোন রক্তের বন্ধন।
মাদকের নিঃশ্বাসে শেষ হয়ে যাচ্ছে হাজারো প্রাণ
খালি হয়ে যাচ্ছে বসত ভিটা কেড়ে নিয়ে যায় আপনজন।
ছোবলে হারিয়ে যাচ্ছে জীবন যৌবন
ঘরে ঘরে বয়ে যাচ্ছে রক্তের বন্যা।
অকালে হারিয়ে যাচ্ছে অজস্র সন্তান
বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান কাউকে চিনে না সে।
জীবনের চাওয়া পাওয়ার হিসাবের নাই মূল্য তার কাছে
হিসেবের খাতাটা শুন্য রেখে যায় স্মৃতির পাতায়
কোথায় রাত, কোথায় দিন চিনে না সে কোন দিন
মাথায় তার খেলে না কি ছু আর টাকার অঙ্কে করে মাপ।
কেউ করছে পকেট ভারী , কেউ করছে পকেট খালি
কেউ নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছে মাদক ক্রয় করতে।
সবই করছে মাদকের গডফাদার
নিঃশেষ করে নিয়ে যাচ্ছে সব, কেউ চিনবে কি তাকে?
মাদকে ছেয়ে যাচ্ছে প্রতি টা অলি গলিতে
পারছে কেউ কি তাদের ফেরাতে?
মাদকের প্রতিবাদ করে দিচ্ছে প্রাণ
কত ভাই বোন , কত মা বাবা,।
কেউ নিচ্ছে না খবর তাদের
অকারণে হারিয়ে যাচ্ছে হৃদয় তাদের
গোমরে কাঁদছে বলতে পারছে কাউকে তারা
কবে শেষ হবে মাদকের ভয়াল খেলা
আদৌ কি মুক্ত হবে দেশ, পৃথিবী
সুন্দর মনের সুন্দর অধিকারী হয়ে।
কে দিবে সেই আশা, কে বাঁচাবে লাখো সন্তানদের
মুক্ত হবে কি মাদকের ভয়াল থাবা থেকে?