কলমেঃ দেবিকা রানী হালদার।
মানবতা আজ বিপন্ন পথে ঘাটে
নিষ্ঠুরতা বাড়ছে রোজ,অস্ত্র বেচা কেনাতে!
মনুষ্যত্ব, বিবেক বুদ্ধি দিয়ে জলাঞ্জলি
বিশ্ব মোড়ল দের অস্ত্রের আঘাতে দুর্বল হচ্ছে বলি!
গনতন্ত্র, মানবতা ধর্ম, সবই ধোঁকার বুলি
ভাইয়ের বুকে ভাইয়ের গুলি মানবতাকে চড়ায় শুলি!
ধর্ম বিভেদ উস্কে দিয়ে মারছে মানুষ কোটি
অস্ত্র কেনে দেশের সরকার, নাগরিকের মেলে না রুটি!
নিরন্ন শিশুরা ক্ষুধায় কাঁদে পেটে নাই মায়ের ভাত
ক্ষমতায় যেতে প্রভাব খাটাতে হাতিয়ার জাত-পাত!
কে হিন্দু, কে বৌদ্ধ, খৃষ্টান মুসলমান
উস্কে দিয়ে জাতি ধর্ম কেড়ে নিচ্ছে প্রাণ!
কত দেশে হানা হানি, হিন্দু মুসলমান
বিশ্ব মোড়ল রা দাঁত বের করে দিচ্ছে অস্ত্রে সান!
গোপন অস্ত্র দিয়ে তারা সন্ত্রাসী পালন করে
নিজ দেশে নিজ ভাইয়ে ভাইয়ে, গোলাগুলি করে মরে!
শান্তির একটু বাতাস বইলে উস্কায় নানা ছলে
গরীব দূঃখী ধর্মপ্রাণ অবুঝ, আটকে যায় তাদের কলে!
ধর্ম বর্ণ লিঙ্গবৈষম্যে মানবতা গেছে চলে
কঠোর হচ্ছে ধর্মীয় হানা হানি মানবতা দু’পায়ে দলে!
সারা বিশ্বে রক্তের নহর বহিছে প্রমত্তা নদী
বিশ্বে আজ অনেক দেশে, রক্ত ঝরছে নিরবধি!
ফিলিস্তিন আর ইউক্রেনে রক্তের ইতিহাস
মানবতা শুধু মুখে মুখে, উঠে গেছে বিশ্বাস!
আবার পাতানো হচ্ছে খেলা, তাইওয়ান নামক দেশে
চীন সাগরের জল লাল হবে, রক্তের স্রোতে ভেসে!