কলমেঃ সাহেলা সার্মিন
অনেক যত্নে গড়ে বিধি পাঠালেন দুনিয়ায়
কর্মের হিসাব লিখছেন বসে ফেরেশতা খাতায়।
জেনেশুনে বুঝে তবুও পাপে লিপ্ত থাকি
মেরে কেটে খেয়েও নিজেকে ঈমানদার হাঁকি।
মা-বাবার সাথে সদা করি রূঢ় আচরণ
ভিতরে সয়তানিতে ভরা বাইরে সুন্নতি আবরণ।
শিক্ষকের গায়ে উঠে হাত সালামে উঠেনা কভু
এর নাম মজবুত ঈমান! আসলে নিভু নিভু।
ভাই-বোনের সম্পর্ক আজ শুধু লেনদেনে
পূরণ করেনা বোনের হক্ ঠকায় অকারণে।
ভাইয়ের সম্পদ ভাই করে আত্মসাৎ
দেখেনা কভু সে যদিও বিপদে পড়ে অকস্মাৎ।
প্রাণের বন্ধু কতো মধুর সম্পর্ক হয়
স্বার্থে আঘাত লাগলে সম্পর্কের হয় ক্ষয়।
বন্ধুত্বের নামে ব্যবসা করে কতো জনে
ফায়দা লুটে দূরে সরে পড়ে ক্ষণে।
প্রেম প্রণয় প্রীতির রূপরেখা আজ ভিন্ন
কিছুদিন প্রেমের অভিনয় করে দেহ করে ছিন্ন।
অন্তরে এক মুখে আরেক হায় মানব জাতি
বাহ্যিক আচরণে বোঝা যায় না মতিগতি।