কলমেঃ রুহুল আমিন রিয়াদ
মন ভালো নাহি.মন ভালো নাহি.মানুষের জন্য কাঁদি,
বন্যা ডুবাই দিছে মানুষের সম্পদ রাশি রাশি!
কাপড় চোপড় করেছে মানুষ সব টোগলা,
এক পোশাক সাতদিন অঙ্গে থাকে যে গোগলা!
থাকার জায়গাটুকু নাহি, খুর্দার চাপ থাকে রাহি রাহি!
নদের ধারেতে আবাদি জমি কুশের ক্ষেতখানি,
নোনটা না হলে কেমনে করিবে আমদানি!
হাঁস-মুরগী সবই ডুবাইয়া গেলো,
কেন যে এই মরার বন্যা এলো,
প্রতিবছর একবার করে ভাসাই পল্লির বুক,
কোথাও নাহি যে মেলে গ্রাম্য মানুষের সুখ ,
তোমাদের কষ্টের মাঝে একটু স্থান দিও,
আমাকে বন্ধু ভেবে নিও,,
আমি একাই, দাড়াঁইতে চাই তোমাদের মাঝে,
পরোপকারী করে যাবো কাজে কাজে!
পেটটি ভরে পাইনা তারা একটি দিনও খেতে,
কিশোরগুলি বাড়ির পানি দেখে ওঠে তাঁরা মেতে!
এ যেন নহে,
কষ্টোর আনন্দ, তাঁর মাঝে সুখের দেখা ভাই,
ভগবান তোমাকে বলিতে চাই,
কি দোষ তাঁদের, তোমারিতো সৃষ্টি,
দেখেন না – এহাদের উপর একটু দৃষ্টি,
তাঁদের যন্ত্রণা সহ্য হইতাছে না,
আ, আ, আ, আ, আ, আ, আ, আ, আ,
কেমনে বলিবো সখা তবুও বলছি
চোখের পানিতে শুধু বার বার টলছি ,
মা হারাইলে কোলের শিশু পুত্র,
এক নহে, দুই নহে, শত শত পুএ,
এই কি তবে স্বাধীন বাংলার সূত্র!
ঘুম নাই, ঘুম নাই, পুরো গ্রামবাসী বসে থাকে একা,
কোনো চেয়ারম্যান, মেম্বার, যায় না তাঁদের সাথে করিতে দেখা.
আজ শুনি রহিত, কাল শুনি মতিন, বাড়ি ডুবে গেছে,
ছাগল-গরু, গাছগছালি সবিই বন্যা ডুবাই নেছে,
তাদেঁর ব্যাথা আগুন জলে দাউ দাউ করিয়া,
যাবো, আমি যাবো,
সব বাধা-বিপ্তাপি ছারিয়া,