মোঃ জাবেদুল ইসলাম
মানুষের বিপদে যে মানুষটি,
প্রথম এসে দাঁড়ায়।
অসুখ বিসুখ দুঃখ বেদনায়,
সাহস নিয়ে খাঁড়ায়।
অন্ন বস্ত্র বাসস্থান কষ্টে,
জীবন কাটায় যাঁরা,
আত্মসম্মানে বাঁচতে তবুও,
যায় না কোথাও তাঁরা।
যায় না কোথাও কারো কাছে,
চায় না কোনো কিছু।
নিজের সম্মান বজায় রাখতে,
ছোটে না কাহারো পিছু।
মানুষ হইয়া মানুষের খবর,
এই সমাজে লয় যে জন।
রোজ কেয়ামতে হাসরের মাঠে,
জান্নাত পাবে সে জন।