কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মানুষ গিরগিটির মত রং বদলায়
কাজে কর্মে মানবতা মনুষ্যত্ব কথায়!
দেহের ভূষন যেন স্বর্গ থেকে এলো নেমে
ধর্মের কথা বলতে বলতে স্নান করে ঘামে!
ভুলে যায় ক্ষণিকে জন্ম অতীত
কোন মেঠোপথ কোন জমি খানি ছিলো পতিত!
কোন চাষা শ্রমিক মজুরের ঘরে জন্ম
আজ ভাব খানা, কথাবার্তা কম্ম —
ধর্ম বাক্যে তিনি সাক্ষাৎ নবীর সাহাবা
দাড়ি-টুপি কোর্তা সুন্নতি বলে নেয় বাহবা!
মাতৃ জঠর থেকে পড়ে যেন হয়েছেন ধনবান
ভাতের মাড় চেয়ে খেয়ে মায় বাঁচিয়েছেন জীবন!
ভুলে গেছেন অতীত দিনের বিবস্ত্র সেই চেহারা
রাজধানীতে মার্কেট ফ্ল্যাট গাড়ী বাড়ী হয়েছে দিশেহারা!
ভুলে গেছে পিতামাতা দেবতুল্য জ্যাষ্ঠ ভ্রাতা —
সময় থাকতে শিকড় খোঁজ, বাঁচাতে আসবে না কোন ত্রাতা!
মাতৃ ভ্রাতা কারো ঋণ, নাইবা করলে শোধ
মিথ্যে কথা, সেই ভাইর বিরুদ্ধে ষড়যন্ত্র করো প্রতিরোধ!
যারা অভুক্ত থেকে জুগিয়েছেন তোমার পেটের অন্ন
সেই মাকে বের করেছো ঘর থেকে, বলো কার জন্য?
মা ভাই-ভাবীর, কার ঋণ তুমি করো অস্বীকার
অতীত মনে করো হে জাহান্নামী, অপবাদ তুমি দাও কাহার?
কারো হৃদয় কুঠুরি তে দিলে আঘাত ঘরে লাগে আগুন
স্ত্রী জড়ায় পরোকিয়ায়, মৃত্যু হয় বজ্রপাতে, সময়টা হোক যতই সুখের ফাগুন!
এত ধনশালী জমিদার রাজা বাদশাহ সবাই ধূলায় বিলীন,
যতোই মিথ্যা বলো, মা ভাইকে ব্যথা দিয়ে কাবা ঘর করো মলিন!
বুঝবে সেদিন সেই শেষ বিচারের দিন
শুধতে হবে অতীতের, তাদের যত ঋণ!