মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট
সকাল বেলা খুকি বসে,
রয়ে গেছে চুপ।
মামার বাড়ি যাবো খুকি,
সাধ ধরেছে খুব।
লাল জামা জুতা মোজা,
পরে খুকি আছে বসে।
মুখে কথা বলে না কোন,
অন্য কারোর সাথে।
আম্মু ডাকে, আব্বু ডাকে,
সারা দেয় না খুকি।
কি মুসকিল হলো এখন,
দাদু আসলো এবার ছুটি।
মামার বাড়ি যাবো খুকি,
বলছে চুপিচুপি।
তাই না শুনে সবাই মিলে,
হলো আরও মহাখুশি।
খুকি যাবে মামার বাড়ি,
হলো তবে তার ছুটি।
মামা বাড়ির আম বাগানে
খুকি বেড়াবে ঘুরে।
সবার মাঝে থাকতে খুকির,
দারুণ মজা হবে।