মা তোমার না-ই কো তুলনা
কি যাদু জানো তুমি আমায় বলো না!
এত ভালো কেমন করে সন্তানদের বাসো
হাজার দূঃখ সয়ে তুমি কষ্ট লুকায় হাসো!
ঈশ্বরের পরে আমি তোমায় শুধু জানি
ধরণীর ঈশ্বর তুমি তা আমি মানি!
তুমি তো মা অসীম আকাশ নাই তোমার শেষ
তোমার ছায়ায় সন্তান আমরা বেঁচে থাকি বেশ!
মা তুমি শিক্ষা গুরু সারাজীবন ভর
বড় হয়ে তোমার পরে করি অবিচার!
তুমি আয়া তুমি নার্স তুমি ডাক্তার জানি
তোমায় আমি গল্পকার, কবি বলে মানি!
বাবা যখন ফেলে যায় মায় রাখে বুকে
সন্তান পালন করতে মায়ের জীবন কাটে দুঃখে!
যা পেয়েছি যা হয়েছি সব ই মায়ের অবদান
তোমায় নিয়ে কবিতা লিখি নাইতো আমার তেমন জ্ঞান!