দেশ বিদেশে গুরে আমি দেখিয়াছি কত নারীর মুখ,
একবার ও মিলেনাই কারো সাথে আমার মায়ের মুখ।
মায়ের মতো আপন কেউ এই দুনিয়ায় নাই,
থাকতে যদি না দাও মূল্য তোমার জীবন ছাই।
এতো বাহানা করার পরে ছেড়ে যায় নাই কভু,
অসুস্থতায় কেঁদে সে মা কত নিভু নিভু।
মা ছাড়া আমার জীবন কতই না অপূর্ণ,
মা থাকিলে আমার পাশে আমার জীবন পূর্ণ।
কত আঘাত দিয়েছি মাগো তুমি মনে রাখো নাই,
আমার মতো অপদার্থ এই দুনিয়ায় নাই।
তোমায় ছেড়ে আসার পরে বুঝেছি তোমার মূল্য,
প্রতি রাতে কাঁদি মা গো শুধু তোমার জন্য।
মা যে আমার এই পৃথিবীর বড় নেয়ামত,
মা যে আল্লাহ দেওয়া বড় আমানত।