আমার সকল দুঃখ সুখের আদার আলোর যত ছায়া,
বট বৃক্ষের ছায়ার মতো দিয়েছে তাঁরা মায়া।
আমার সকল কষ্টে পেয়েছি আমি যাদের,
তাঁরা আমার আপন মানুষ তাঁরাই আমার প্রান।
ভেঙে পড়ছি আমি বহুবার,
মা – বাবা আমার পাশে ছিল ততবার।
আমার হুদয়ের প্রতিটি কোনায় রাখি আমি যাদের, তারাই আমার মা- বাবা তারাই সর্ব সাজের।
কষ্টে কেটেছে তাদের জীবন বুঝতে দেয় নি আমায়,
রাগ করে কখনো ছুড়ে পেলে দেয়নি আমায়।
করেছি কত বাহানা আমি কত শত শত,
কষ্টে থেকেও বুঝতে দেয়নি কখনো অবিরত।
আমার জীবনের যত সফলতা সবই তাদের অবদান,
জীবন দিয়ে হলেও আমি রাখবো তোমাদের মান।
কখনো আমি বলতে পারনি তোমাদের কতটা ভালোবাসি,
আপনাদের জন্য বিলিন করে দিব আমার সকল হাসি।
বাবা – মা আমার তোমরা যেন থাকো অনেক সুখে,
রবের কাছে এই মিনতি করি রাখে যেন মহা সুখে