কলমেঃ দেবিকা রানী হালদার।
হারজিতের খেলা জীবনের পদে পদে
এ যেন এক মিথ্যে কুহক,
বিনিদ্র রজনী কাটে অশ্রু গড়ায় ফোঁটা ফোঁটা
একা খোঁজে জোড়, কেঁদে মরে সন্ত্রস্ত ডাহুক!
কে আছো তটিণী-র স্রোতে জোয়ারে ভাসায় নাও
আমি মৃত্যু ভয়ে ঘাঁটে বসা স্রোতস্বিনী নদী,
আমায় নায়ে নাও তুলি অসহায়ত্ব হাহাকারে বসে আছি
নিরাশার হতাশ রবি ডুবে যাবে বিমুখ হও যদি!
এমনি কালের স্রোতে ভেসে যাচ্ছে সত্য যাহা সব
সুশীল নামে সমাজে মিথ্যা বাদীর হচ্ছে আবির্ভাব,
তাঁরাই লিখছে দিস্তা দিস্তা মিথ্যা ইতিহাস
সৎ সভ্য জ্ঞানী মুছে দিয়ে ভন্ডদের কলরব!
কবির কলম সাহিত্যিকের পান্ডুলিপি, ধূলায় গড়াগড়ি
ইউটিউব আর টকশোর নামে মিথ্যের জারি জুরি!
যাদুর বাক্স খুললেই মনে হয় বইছে মধুর নহর
সমাজ রাষ্ট্রে ভন্ডের অভ্যুদ্বয় এসেছে জমিন ফুঁড়ি!