কলমেঃ শায়লা আহমেদ
বড় কেন হলাম মা-
কেন চলে এলাম দূরে?
তোমার আদর মনে হলে,
আজও অশ্রুতে চোখ ভরে !
একটু অসুখ করলে তুমি-
শিয়রেতে থাকতে বসে,
একটা মশা পড়লে গায়,
থাপ্পর মারতে কষে!
একটু জ্বর হলেই তুমি-
মান্নত করো গরু খাসি!
পীর ফকিররা দরগায় শুয়ে -
দিতো অট্ট হাসি !
বার বার দিতে জলপট্টি -
কপালে হাত দুটি ও দিতে!
সকাল বেলা ফেনা ভাত -
কালোজিরে, আলু ভর্তা ঘিতে !
লাউপাতায় কই,পাবদা ভাপা,
কতই না মজা হতো।
এখন আমি নিজেও করি,
লাগেনা তোমার হাতের মতো!
তোমার হাতের সরিষা ইলিশ,
আজও তেল লেগে আছে ঠোটে।
শতবার চেষ্টা করি হয়না তো ভালো
যায় না খাওয়া, আগের মতো চেটেপুটে!
তখন ভাবতাম তোমার মত -
এইনা আমি, কবে বড় হবো!
নিজ হাতে ছেলেমেয়ে দের -
নাওয়া খাওয়া শেষে স্কুলেতে দেবো !
সন্তান লালন পালন করা -
এযে বড়ো ই কঠিন কাজ!
এসব তুমি কেমনে করতে
কষ্ট হতো খুব, যেটা বুঝি আজ !
আমার জন্য দোয়া করো -
জায়নামাজে বসি,
তোমার কোলের সোনা যাদু টা--
যেন থাকি হাসি, খুশি !