কলমেঃ মোঃ নাজমুল হুদা
মোদের গ্রাম সবার প্রিয়
খোদার সেরা দান।
এই গ্রামে বসত করেন
অনেক গুণী জন।
মোদের গ্রাম সবার প্রিয়
অতি সুদর্শন।
নয়নাভিরাম দৃশ্যতে তার
আটকে থাকে মন।
গাছ-গাছালি, পাখ-পাখালি
আরো আছে নদ।
শত্রু যদি চক্ষু বুলায়
করব তাদের বদ।
হিমেল হাওয়ায় ভেসে আসে
ঢেউয়ের কলতান।
জলের ছোঁয়ায় নদী গুলো
ফিরে পায় প্রাণ।
মাল্লা-মাঝি নৌকা নিয়ে
চলে নদীর বাঁকে।
মিষ্টি সুরে কোকিল পাখি
কুহু কুহু ডাকে।
ভোর বেলাতে, মোরগ ডাকে-
সুবহে্ সাদিক হয়।
ডেকে ডেকে মোরগ বলে,
সময় এখন-
ঘুমিয়ে থাকার নয়।
সকাল বেলা কুসুমবাগে
শিশির ভেজা ঘাসে।
পূব আকাশে সূর্যি মামা
মিটি মিটি হাসে।
দুপুর বেলা নদীর ঘাটে
মিলে গোসল মেলা।
ছেলে-মেয়েরা সাঁতার কাটে
ভাসে নিয়ে বেলা।
বিকেল বেলা মাঠের দিকে
ছুটে কিশোর দল।
একই সাথে খেলাধুলা
ওদের মনবল।
সন্ধ্যা বেলা সূর্য ডুবে
নেমে আসে সব।
আধার রাতে পাখ-পাখালি
করে কলরব।
রাত্রি বেলা, ঝোপের কাছে-
মিলায় জোনাকি মেলা।
নিভু নিভু আলোয় তারা
খেলে কানামাছি খেলা।