কলমেঃ নিয়াজ আহম্মদ
যদি হতো এমন
আয়না হয়ে দেখাতে পারি
তোমার অন্তরাত্মা কেমন
ভুলগুলো কি ছিলো তোমার
গুণগুলো কি ছিলো
আয়না হয়ে বলতাম তোমায়
তুমি নিজেই বলো।
যদি হতো এমন
পাখি হয়ে দেখতাম ঘুরে
এই জগৎ টা কেমন
কেমন করে মানুষ হয়ে
মানুষকে ঠকায়
নিজে ধোঁয়া তুলশী পাতা
দোষী আর সবাই।
এই জগতে সবাই বোকা
তুমি একাই জ্ঞানী
আয়না হতে পারলে আমি
জগতটাকে দেখিয়ে দিতাম
তুলশী পাতা সেজে থাকা
সবার গ্লানি।
যদি এমন হতো
অভিযোগ যা ছিলো যাহার
সবি ঘুচে যেতো।