কলমেঃ বেলায়েত বাদল
যায় পাখি উড়ে দূরে বহুদূরে মাথা ঘুরে, চোখ মেলে,
দেখেনাতো সাখী বন্ধুকে রাখি ভালবাসা গেল ফেলে।
ডাকিতেছে ঐ ডাহুক পাখিটি কি কারনে তারস্বরে?
ঘুঘু, কোকিলের কন্ঠ ব্যাপিয়া কান্নাযে ঝড়ে পড়ে!
বালিহাঁসেরা বিরতি ছাড়া কার লাগি মাথাকুটে,
দোয়েলের নীড় ভেঙে চৌচির এসে ঝড় বিদঘুটে।
রোদে পাখা পুড়ে একা চিল উড়ে, একা কাঁদে পাপিয়া,
সাথী হারা হয়ে মনোঃকষ্টে মুর্ছিতা হয় টিয়া।🦜
বউ কথা কও পাখিটার বউ দু’চোখের আড়ালে,
বাবুই, চড়ুই খুঁজে ফেরে সই বৃক্ষের সরু ডালে।
ওই বুলবুলি আর মন খুলি বলেনাতো কোনো কথা,
একা অসহায় ময়নায় খোঁজে সঙ্গীরে যথা-তথা।
ফিঙেটা কাঁদে ঝিঙের আরে বলাকা বিলের বাঁকে,🦩
ঐ কবুতর ভেঙে গড়া ঘর মিশেছে নতুন ঝাঁকে!🕊
কাঠঠোঁকড়ায় গাছ কোঁঠরে একা বসে উঁকি মারে,
কেউকি আবার হারা পাখিটার সংবাদ দেবে তারে!
আনকোরা ঐ শালিকের জোড়া উড়েনাতো একই সাথে,
শ্যামা সাথীটাও উড়ে ফুরে দূরে, অন্যের মালা গাঁথে!
ঐ যে বাদুর নিশি হতে ভোর করছে সাথীর খোঁজ,
তোতা পাখিটা প্রেমিকার লাগি ডেকে ফেরে হররোজ।
একা শকুনে গিয়েছে জেনে সুখ-সাথী আসবেনা,
কাকতাড়ুয়াতে নিজ ছবি দেখে প্যাঁচা-প্যাঁচী হাসবেনা!🦉
কাকাতুয়া বসা মেঘে ঢাকা মনে, মাছরাঙ্গায় চুপ,
পানকৌড়ির উড়াউড়ি নাই দেয়না একাকী ডুব।
সাথী চলে গেলে কাঁদে কোয়েলে দিনরাত নির্ঘুম,
সজনের ডালে বসে একতালে ডাকিছে ইস্টিকুটুম।
ময়ূরীর লাগি ময়ূরের দিন যাচ্ছে প্রহর গুনি,🦚
ছোটখাটো মনে বড় ব্যাথা নিয়ে ঘুরেফেরে টুনটুনি!
সকালের লাল প্রজাপতি পাখা বিকেলের বিষে নীল,🦋
চাতকিনী নাই চাতকের তাই চৌদিকে মুশকিল!
কপালের ফের নীলকন্ঠের চলে গেল মনতোষী,
সঙ্গীটা ছাড়া আজ বেচারা নীড় হারা মৌটুসি।
মন কোন্দলে ঐ ঈগলের বন্ধনে লাগে ধস,🦅
দূর অজানায় একাকী ডানা মেলিল সিন্ধু সারস।
পাখীকূল মন করছে রোদন প্রিয়জন হারা হয়ে,
জোড়া পাখিটা উড়ার আগে আলবিদা গেছে কয়ে!
আরো ছিল দোষ ঠিক খড়পোষ দিতে বুঝি অক্ষম,
পুরু বন জুড়ে উড়ে-উড়ে চলে পুরুষ পাখির মাতম!
“ভালবাসা দিয়ে গেলে পালিয়ে লুকালে সুদূর বনে..
তোমা লাগি পাখি জলে ভরা আঁখি বেদনা বিধূর মনে।
বেঁধেছিনু ঘর উত্তর ডালে শীত মোর ভাল লাগে,
তুমি অস্থির ভেঙে সেই নীড় যেতে দক্ষিণ-বাগে।
মন সংকটে পড়ছিল বটে তাই বুঝি ভুল বুঝে,
দূরে চলে গেলে একাকী ফেলে আছো ভুলে মাথাগুঁজে?
বলি গোপনে এই ভাঙ্গনে তুমিও কিছুটা দায়ী,
বুঝিনিতো তুমি আবাসিক নও তুমি পাখি পরিযায়ী!
ভুলে যদি যাও ভালবাসাটুকু যা ছিল তোমার আমার-
ভুলনা মোদের গত দশকের যাপিত জীবন-সংসার।”