বন্ধু আমার সাধন প্রসাদ
এলো হঠাৎ মোদের এলাকায়,
বান্দরবান হতে একা এলো
মোটর সাইকেল দিয়ে নিরালায়।
অনেকদিনের ফেবুর বন্ধু
কিন্ত হয়নি বাস্তবে দেখা,
ভিডিও কলে প্রায় হয় কথা
হয়তো ভাগ্য ছিল লেখা।
দেখা হলো হঠাৎ করে
প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে,
নিয়ে গেলাম মোদের বাসায়
আড্ডা হলো গানে গানে।
বন্ধু যখন গেল বাসায়
কি আর দেবো তাকে উপহার,
আমার লেখা কাব্যগ্রন্থ
ছাড়া নেই তো তাকে দেবার।
স্মৃতিস্বরূপ দিলাম তাকে
দুইটি একক কাব্যগ্রন্থ,
স্মৃতির পাতায় থাকুক অম্লান
স্বাক্ষী হয়ে যুগ যুগ অনন্ত।