ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমাদের পথ হলো ধুলো মাখা,
তোমাদের রাস্তা হোক ফুলে ঢাকা।
আমাদের রাতে ছিল একলা চাঁদ,
তোমাদের জোছনায় নাচুক রাত।
আমাদের মাঠ ছিল শূন্য, ফাঁকা,
তোমাদের ফসলে সবুজ আঁকা।
আমাদের গানে ছিলো বিরহ,
তোমাদের সুর দিক সুখের দোহ।
আমাদের ঘরে ছিলো না আলো,
তোমাদের বাতিতে স্বপ্ন জ্বালো।
আমাদের আকাশে মেঘের ভিড়,
তোমাদের দিন হোক সুখের নীড়।
আমাদের বাতাস বিষাদে ভরা,
তোমাদের হোক সুগন্ধ ধরা।
আমাদের ব্যথা থাকুক দূরে,
তোমাদের জীবন হাসুক সুরে!