কলমেঃ মোহাম্মদ সাগর
==============
জীবনে আমি দুঃখ কষ্ট পেয়েছি যতবার,
রবের দয়ায় নিজেকে পেয়েছি খুঁজে ততবার।
খারাপ ভালো দুই সময়ে দয়া তিনি করে,
পাশে আছে আল্লাহ আমার এটা কি কেউ জানে।
রবের দয়ায় বেঁচে থেকে বুঝেনা কেউ মান,
বিপদে পড়ে দেখ তুমি রবের দয়া কত মহান।
রবের দয়ায় বেঁচে থেকে যারা করে অস্বীকার,
মৃত্যু আসলে বলতে পারবে কি তুমি জীবনটা কার।
এতো নেয়ামত পাওয়ার পরও করনা কভু সাফ,
নিজের ভিতর করছো তুমি কত বড় বড় পাপ।
সবকিছুই হিসাব একদিন তাকে দিতে হবে,
দয়া করবে তিনি তবু কাঁদো নিরলে।
মহান রবের দয়ার সাগর কতই না বিশাল,
পাপ করিয়া মাপ চাহিলে সবার জীবন পার।
অতি নরম রবের হুদয় সেটা কি দেখ নাই,
এতো খারাপ কাজ করার পরও তোমায় ছাড়ে নাই।
এতো বিশাল পৃথিবী টা মহার রবের দয়া,
এতো এতো নিয়ামত দিয়েছে সবই তাহার মায়া।
রবের প্রেমে জীবন গড়ো,
দয়া পাবে তার।